ঢাকা , শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল Logo কালুখালীতে জাতীয় সমবায় দিবস পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুরে ১৫ স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরের লালপুর উপজেলায় নেমে এসেছে গভীর শোক। এই শোকাবহ পরিস্থিতিতে লালপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নের অন্তত ১৫টি স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা প্রাঙ্গণ ও খোলা মাঠে এসব গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

জানা গেছে, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, পাইকপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, ভেল্লাবারিয়া শাহ বাগু দেওয়ান দাখিল মাদরাসা মাঠ, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, কলসনগর দাখিল মাদরাসা মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তার এই অবদান জাতি কখনো ভুলবেনা।

শোকাবহ এই আয়োজনে রাজনৈতিক মতভেদ ভুলে সাধারণ মানুষ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার রাজনৈতিক জীবন ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গণধর্ষণের অভিযোগে মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা গ্রেফতার

error: Content is protected !!

লালপুরে ১৫ স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরের লালপুর উপজেলায় নেমে এসেছে গভীর শোক। এই শোকাবহ পরিস্থিতিতে লালপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নের অন্তত ১৫টি স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা প্রাঙ্গণ ও খোলা মাঠে এসব গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

জানা গেছে, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, পাইকপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, ভেল্লাবারিয়া শাহ বাগু দেওয়ান দাখিল মাদরাসা মাঠ, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, কলসনগর দাখিল মাদরাসা মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তার এই অবদান জাতি কখনো ভুলবেনা।

শোকাবহ এই আয়োজনে রাজনৈতিক মতভেদ ভুলে সাধারণ মানুষ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার রাজনৈতিক জীবন ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


প্রিন্ট