ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নগরকান্দায় গ্রেপ্তার আতঙ্কে দুই গ্রাম পুরুষ শূন্য Logo দুবাই গাউসিয়া কমিটি নাখিল শাখার উদ্যেগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo তানোরে আ’লীগ নেতার মটরে শ্রমিকের মৃত্যু Logo বাঘায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা Logo ভেড়ামারায় চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির কম্বল বিতরন Logo টাকার প্রলোভন দেখিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিকঃ -অনিন্দ্য ইসলাম অমিত Logo রায়পুরাতে আলোকিত সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo শালিখায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা Logo বাঘায় ভোটার হালনাগাদ কর্মসূচি’২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

অতিরিক্ত পুলিশ মোতায়েন

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সন্ত্রাসী হামলায় ইউপি সদস্যসহ আহত ১৪, আটক ১জন

কুষ্টিয়া সদর উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত দুই পক্ষই হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য সহ প্রতিপক্ষের অন্তত ১৪/১৫ জনের আহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) ভোর ৪টার দিকে আব্দালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।

 

এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় ১ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহতরা হলেন- বিষ্ণুদিয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত মনোহর মন্ডলের ছেলে মজনু হক, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, বশির আলী, মজনু হকের ছেলে রাশিদুল ইসলাম, তার ছোট ভাই বজলুর রহমান, ইউপি সদস্য নাজমুল ইসলাম, রফিকুল ইসলামের ছেলে আসিফ, জিয়ার আলীর ছেলে ইদবার ও নিকবার, নজরুলের ছেলে জহুরুল ইসলাম, ইসলামের ছেলে আরমান, রফিকুলের স্ত্রী আফরোজা খাতুন ,জুলমতের ছেলে ঝন্টু, তরিফ আলির ছেলে লাল্টু।

 

পুলিশ, আহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরব আলী চেয়ারম্যানের গ্রুপের সাথে স্থানীয় ইউপি সদস্য নাজমুল ইসলামের গ্রুপের বিরোধ চলে আসছিলো।

 

সোমবার (১ জুলাই) ভোর ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে আরব আলী চেয়ারম্যান ও তার শতাধিক লোকজন হাসুয়া, ডাসা, চাইনিজ কুড়াল, হাতুড়ি, শাবল, রড ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে।

 

এতে নাজমুল মেম্বার গ্রুপের অন্তত ১৪/১৫ জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

এ বিষয়ে কথা বলার জন্য আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আরব আলী ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

 

আহত মজনু হক বলেন, জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আমাদের হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আরব আলী চেয়ারম্যানের নেতৃত্বে বদিউর জামান, আরমান, কোরমান, জামাত আলী, বাটুল, সায়েম, নিজাম, নিকামদ্দিন, অবিদ ও তাদের সন্ত্রাসী বাহিনীর লোকজন হামলা চালায়।

 

তাদের হামলায় আমি সহ ১৪/১৫ জন আহত হয়েছে। আমরা সুষ্ঠ বিচার চাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ও দায়িত্বরত চিকিৎসকরা বলেন, প্রায় ১৪/১৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।

 

এবিষয়ে ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

 

 

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নগরকান্দায় গ্রেপ্তার আতঙ্কে দুই গ্রাম পুরুষ শূন্য

error: Content is protected !!

অতিরিক্ত পুলিশ মোতায়েন

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সন্ত্রাসী হামলায় ইউপি সদস্যসহ আহত ১৪, আটক ১জন

আপডেট টাইম : ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :

কুষ্টিয়া সদর উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত দুই পক্ষই হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য সহ প্রতিপক্ষের অন্তত ১৪/১৫ জনের আহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) ভোর ৪টার দিকে আব্দালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।

 

এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় ১ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহতরা হলেন- বিষ্ণুদিয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত মনোহর মন্ডলের ছেলে মজনু হক, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, বশির আলী, মজনু হকের ছেলে রাশিদুল ইসলাম, তার ছোট ভাই বজলুর রহমান, ইউপি সদস্য নাজমুল ইসলাম, রফিকুল ইসলামের ছেলে আসিফ, জিয়ার আলীর ছেলে ইদবার ও নিকবার, নজরুলের ছেলে জহুরুল ইসলাম, ইসলামের ছেলে আরমান, রফিকুলের স্ত্রী আফরোজা খাতুন ,জুলমতের ছেলে ঝন্টু, তরিফ আলির ছেলে লাল্টু।

 

পুলিশ, আহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরব আলী চেয়ারম্যানের গ্রুপের সাথে স্থানীয় ইউপি সদস্য নাজমুল ইসলামের গ্রুপের বিরোধ চলে আসছিলো।

 

সোমবার (১ জুলাই) ভোর ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে আরব আলী চেয়ারম্যান ও তার শতাধিক লোকজন হাসুয়া, ডাসা, চাইনিজ কুড়াল, হাতুড়ি, শাবল, রড ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে।

 

এতে নাজমুল মেম্বার গ্রুপের অন্তত ১৪/১৫ জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

এ বিষয়ে কথা বলার জন্য আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আরব আলী ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

 

আহত মজনু হক বলেন, জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আমাদের হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আরব আলী চেয়ারম্যানের নেতৃত্বে বদিউর জামান, আরমান, কোরমান, জামাত আলী, বাটুল, সায়েম, নিজাম, নিকামদ্দিন, অবিদ ও তাদের সন্ত্রাসী বাহিনীর লোকজন হামলা চালায়।

 

তাদের হামলায় আমি সহ ১৪/১৫ জন আহত হয়েছে। আমরা সুষ্ঠ বিচার চাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ও দায়িত্বরত চিকিৎসকরা বলেন, প্রায় ১৪/১৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।

 

এবিষয়ে ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

 

 

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট