বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের গ্রেপ্তার আতঙ্কে দুই গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।। এ ঘটনায় উভয় দলের প্রায় অর্ধশত লোক আহত হন। এর মধ্যে থানার ওসি সহ ৬ পুলিশ সদস্য আহত হয়।
গত শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসী ও পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করে। ১৮ জানুয়ারি মামলাটি দায়ের করেন থানার উপ পরিদর্শক ইরানুল ইসলাম।
মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৬ শত জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযানে এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেফতার এড়াতে মিরাকান্দা ও সলিথা দুই গ্রামে পুরুষ শূন্য হয়ে পড়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথভাবে দুটি গ্রামে অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় অনেকে আত্মগোপনে চলে গেছে । তবে অভিযানকালে এজাহারনামীয় ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। আমরা নিরীহ কাউকে গ্রেপ্তার ও হয়রানি করবো না বলে জানান ওসি সফর আলী।
শনিবার সকালে সলিতা গ্রামবাসী ও মিরকান্দা গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা, ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নগরকান্দা থানার ওসি সফর আলীসহ ৬ পুলিশ সদস্য আহত হন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান বলেন, পুলিশের অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
যারা নিরপরাধ, তাদের হয়রানি করার প্রশ্নই আসে না। তবে যারা অপরাধী, তাদের আইনের আওতায় আনা হবে।
সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওসি সহ পুলিশের ৬ সদস্য আহত হন। এরই জেরে নগরকান্দা থানায় মামলা হয়।
প্রিন্ট