– শামীম আহমেদ
একটা “গল্প” লিখি লিখি করে
লেখা হচ্ছে না…।
একটা পথ ধরে
চলে যাবো যাবো করেও
যাওয়া হচ্ছে না!
একটা মানুষকে
ভালোবাসবো বাসবো করেও
ভালোবাসা হচ্ছে না…।
সময় চলে যাচ্ছে-
আমার আর ফিরতে ফিরতেও
ফেরা হচ্ছে না…।
শামীম আহমেদ
কবি, লেখক ও সাহিত্যিক
প্রিন্ট