ইস্রাফিল হােসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং সমাজ সেবক শাহসিম মালিথা কোকো’র পৃষ্টপোষকতায় সহস্রাধিক অসহায়, দুস্থ, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চাঁদগ্রামের চন্ডিপুর গ্রামের মরহুম আব্দুর রহিম মালিথার বাসভবনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সদস্য খাইরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রাহশিম মালিথা রবিন, সমাজ সেবক শাহসিম মালিথা কোকো সহ চাঁদগ্রাম ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ।
কম্বল বিতরন অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এতিম খানা মাদ্রাসা, অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া সহস্রাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
প্রিন্ট