ঢাকা , সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফোরাম গঠনের তাগিদ পাংশায় শিক্ষক দিবস-২০২২ উদযাপিত

পাংশায় বৃহস্পতিবার শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়েছে

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বৃহস্পতিবার ২৭ অক্টোবর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” প্রতিপাদ্যকে ধারণ করে শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাংশা উপজেলার সকল স্তরের শিক্ষকবৃন্দের ব্যানারে আয়োজিত প্রথমবারের মতো শিক্ষক দিবসের কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাংশা সরকারী কলেজ চত্বর থেকে ১১টি কলেজ, ৩৮টি হাইস্কুল, ২৪টি মাদরাসা ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষকের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাংশা সরকারী কলেজ ক্যাম্পাসে সমবেত হয় শিক্ষকরা। বর্ণাঢ্য র‌্যালীতে বাদ্যযন্ত্রসহকারে বিএনসিসি ও স্কাউটসদল অংশগ্রহণ করে।

র‌্যালী শেষে পাংশা সরকারী কলেজের বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির আহবায়ক ও পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান (ডাবলু), পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহীম, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, মাছপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর কুমার দাস, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফাজ্জেল হোসেন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ নবীউল ইসলাম (পান্নু), পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর মাওলানা মো. মাহবুবুর রহমান, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কুদ্দুস, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সফুরা খাতুন, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন ও মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. মসলেম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবিএম ফরিদ আহম্মেদ। তাকে সহযোগিতা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহসাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন বলেন, শুধু সমালোচনা নয়, আত্মসমালোচনাও করুন। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও অধিকার শিক্ষকদেরই অর্জন করে নিতে হবে। নিজেরা দায়িত্বশীল হলে সমাজ ও রাষ্ট্র মূল্যায়ন করবে। তিনি বলেন, আমাদের একহাতে হাত মিলাতে হবে। এক ছাতার নিচে আসতে হবে। সকলের সহযোগিতায় প্রত্যেক স্তরের শিক্ষকদের সমন্বয়ে শক্তিশালী ফোরাম গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বারোপ করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ফোরাম গঠনের তাগিদ পাংশায় শিক্ষক দিবস-২০২২ উদযাপিত

আপডেট টাইম : ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বৃহস্পতিবার ২৭ অক্টোবর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” প্রতিপাদ্যকে ধারণ করে শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাংশা উপজেলার সকল স্তরের শিক্ষকবৃন্দের ব্যানারে আয়োজিত প্রথমবারের মতো শিক্ষক দিবসের কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাংশা সরকারী কলেজ চত্বর থেকে ১১টি কলেজ, ৩৮টি হাইস্কুল, ২৪টি মাদরাসা ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষকের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাংশা সরকারী কলেজ ক্যাম্পাসে সমবেত হয় শিক্ষকরা। বর্ণাঢ্য র‌্যালীতে বাদ্যযন্ত্রসহকারে বিএনসিসি ও স্কাউটসদল অংশগ্রহণ করে।

র‌্যালী শেষে পাংশা সরকারী কলেজের বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির আহবায়ক ও পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান (ডাবলু), পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহীম, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, মাছপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর কুমার দাস, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফাজ্জেল হোসেন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ নবীউল ইসলাম (পান্নু), পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর মাওলানা মো. মাহবুবুর রহমান, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কুদ্দুস, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সফুরা খাতুন, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন ও মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. মসলেম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবিএম ফরিদ আহম্মেদ। তাকে সহযোগিতা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহসাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন বলেন, শুধু সমালোচনা নয়, আত্মসমালোচনাও করুন। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও অধিকার শিক্ষকদেরই অর্জন করে নিতে হবে। নিজেরা দায়িত্বশীল হলে সমাজ ও রাষ্ট্র মূল্যায়ন করবে। তিনি বলেন, আমাদের একহাতে হাত মিলাতে হবে। এক ছাতার নিচে আসতে হবে। সকলের সহযোগিতায় প্রত্যেক স্তরের শিক্ষকদের সমন্বয়ে শক্তিশালী ফোরাম গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বারোপ করেন তিনি।