আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে বাঘা উপজেলা যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক আয়োজিত জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ- এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শ্লোগান সামনে রেখে মঙ্গলবার(১৪-০১-২০২৪) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নিবাহি অফিসার শাম্মী আক্তার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ পরিচালক আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল ইসলাম,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা প্রমুখ।
এতে সুশাসন প্রতিষ্ঠায় গনতন্ত্র, দলীয় ও রাজনীতি প্রভাবমুক্ত বাংলাদেশ,জবাবদীহি মূলক সরকার মেধা.যোগ্যতার মূল্যায়ন,অন্যায় অবিচার,মাদক,বাল্য বিবাহ প্রতিরোধে নিজেকে বদলানোর মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর বিষয়গুলো সামনে এসেছে। সভায়, মন্দকে পরিহার করে ভালো কাজে নিজেকে নিয়োজিত রেখে ,জ্ঞান অর্জনের বিষয়টি আলোচিত হয়। উপস্থিত ছিলেন তরুণ-তরুণি উদ্যোক্তরা।
জানা যায়,গত বছরের ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভাসহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মসূচি চলমান রেখেছে।
কর্মসূচি মধ্যে রয়েছে-আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা,তরুণদের অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতানিরসন, তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা, জুলাই ৩৬ বিষয়ক চিত্রাাঙ্কন প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা, স্যানিটেশন, হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা বিষযক সভা, যুব সমাবেশ, ফ্লন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা, প্লাস্টিক পণ্যর বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, কিশোর কিশোরীদের পুষ্ঠি বিষযক কর্মশালা, ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কর্মশালা, কারুশিল্প মেলা, পিঠা উৎসব, তারুণ্য মেলাসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।
প্রিন্ট