সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে ডলার ও মেসার্স ফকির নামের দুইটি চানাচুর কারখানা মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার খামার নাচকৈড় বাজারে উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী’র উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই জরিমানা করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জনস্বার্থে গুরুদাসপুর উপজেলার বিভিন্ন বাজারে ভেজাল বিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী’র যৌথ দল। অভিযানের সময় খামার নাচকৈড় বাজারে ডলার চানাচুর ফ্যাক্টরির মালিক ডাবলু আকতার ও মেসার্স ফকির চানাচুর ফ্যাক্টরির মালিক আব্দুল মজিদ ফকির চানাচুর এর অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য দেয়। এই মিথ্যা তথ্য প্রদানের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের মোবাইল কোর্ট দুটি মামলা দায়ের করে তাদের দুজনের ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
এই ভেজাল বিরোধী অভিযানে বিএসটিআই, রাজশাহী বিভাগীয় ফিল্ড অফিসার (সিএম), মোঃ দেলোয়ার হোসেন ও গুরুদাসপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই রাজশাহী বিভাগীয় ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।
প্রিন্ট