ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় প্রধান আসামি আটক Logo কুষ্টিয়ায় এক বছরে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার Logo মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ Logo নওগাঁ-১ আসনে বিএনপির তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে ডা, ছালেক চৌধুরী Logo মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ছাত্র-ছাত্রী নিহতে বিএনপির মিলাদ ও দোয়া Logo লালপুরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুর দুর্বৃত্তদের Logo পাংশায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস ও খাদ্য উপকরণ বিতরণ Logo কুষ্টিয়ায় পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু ! Logo বাঘায় মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার-১ Logo ‘এরশাদ গ্রুপ’ এর শীর্ষ সন্ত্রাসী সোহেল বিপুল পরিমাণ অস্ত্র, গুলিসহ গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় এক বছরে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া ৪৭ বিজিবি’র অভিযানে এক বছরে ১শ’ ৩১ কোটি ৯৩ লাখ টাকা মুল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। বিষয়টি জানিয়েছেন বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ।

 

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিজিবি ৪৭ ব্যাটালিয়নের আয়োজনে মিডিয়া ব্রিফিং এ তথ্য জানানো হয়। মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন লে. কর্নেল মাহবুব মোর্শেদ।

 

তিনি বলেন, গত এক বছরে বিজিবি ৪৭ ব্যাটালিয়েনর অভিযানে পাঁচজন স্বর্ণ পাচারকারীসহ ৫ দশমিক ৩২১ কেজি সোনা, সাতজন আসামিসহ ছয়টি বিদেশি পিস্তল, তিনটি সিঙ্গেল সুটার পিস্তল, দুটি সিঙ্গেল শর্টগান, দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পাইপগান, নয়টি ম্যাগজিন, ৩২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

 

এছাড়া, এক বছরে ৯৩ জন চোরাকারবারীসহ নয় হাজার তিনশ’ ৭০ বোতল বিদেশি মদ, ৬৪ বোতল দেশি মদ, ১৫ হাজার চারশ’ ৩৩ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার সাতশ’ ৬৮ পিস ইয়াবা, ২৬ দশমিক ৪৩ কেজি হেরোইন, এক লাখ ৫০ হাজার আটশ’ ৩৬ পিস যৌন উত্তেজন ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১ দশমিক ৩২ কেজি কোকেন এবং চার কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ১২০ কেটি ৯৬ লাখ টাকা।

 

একইসঙ্গে ৪৭ বিজিবির যৌথ টাস্ক ফোর্স অভিযানে তিন হাজার পিস ইয়াবা, ১৭ হাজার চারশ’ ৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, এক হাজার পাঁচশ’ ৪৪ পিস অবৈধ কসমেটিস সামগ্রী, দুই হাজার আটশ’ ৮০ কেজি ভারতীয় বেহুন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার একশ’ ৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার নয়শ’ ৭০ কেজি কারেন্ট জাল, দুটি অবৈধ জাল তৈরির মেশিন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা।

 

মিডিয়া ব্রিফিং এ লে. কর্নেল মাহবুব মোর্শেদ আরো জানান, গত ৩১ মে এবং ২৬ জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ১৭জন বাংলাদেশিকে পুশইন করলেও পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে আর কোন পুশইন ঘটেনি।

 

অধিনায়ক আরো জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করার ফলে ঈদ উল আযহায় কোন গরু পাচার হয়নি। এছাড়া মাদক পাচারে সংশ্লিষ্ট কয়েকজনকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য বিজিবির উদ্যোগে মুলধনসহ দোকান করে দেওয়া হয়েছে। মাদক পাচার ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

 

ব্রিফিং এ তিনি নদী ও পরিবেশ রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশিয় জলজ পরিবেশবান্ধব জাল এবং মাছ ধরার সরঞ্জাম ব্যবহারের আহবান জানান।

 

ব্রিফিং এর আগে সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

বিজিবির কর্মকর্তা এ লে. কর্নেল মাহবুব মোর্শেদ বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকদব্যসহ আসামিদের আটক বিজিবির দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারিসহ মাদক আটকে বিজিবির কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় প্রধান আসামি আটক

error: Content is protected !!

কুষ্টিয়ায় এক বছরে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

আপডেট টাইম : এক ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া ৪৭ বিজিবি’র অভিযানে এক বছরে ১শ’ ৩১ কোটি ৯৩ লাখ টাকা মুল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। বিষয়টি জানিয়েছেন বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ।

 

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিজিবি ৪৭ ব্যাটালিয়নের আয়োজনে মিডিয়া ব্রিফিং এ তথ্য জানানো হয়। মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন লে. কর্নেল মাহবুব মোর্শেদ।

 

তিনি বলেন, গত এক বছরে বিজিবি ৪৭ ব্যাটালিয়েনর অভিযানে পাঁচজন স্বর্ণ পাচারকারীসহ ৫ দশমিক ৩২১ কেজি সোনা, সাতজন আসামিসহ ছয়টি বিদেশি পিস্তল, তিনটি সিঙ্গেল সুটার পিস্তল, দুটি সিঙ্গেল শর্টগান, দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পাইপগান, নয়টি ম্যাগজিন, ৩২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

 

এছাড়া, এক বছরে ৯৩ জন চোরাকারবারীসহ নয় হাজার তিনশ’ ৭০ বোতল বিদেশি মদ, ৬৪ বোতল দেশি মদ, ১৫ হাজার চারশ’ ৩৩ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার সাতশ’ ৬৮ পিস ইয়াবা, ২৬ দশমিক ৪৩ কেজি হেরোইন, এক লাখ ৫০ হাজার আটশ’ ৩৬ পিস যৌন উত্তেজন ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১ দশমিক ৩২ কেজি কোকেন এবং চার কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ১২০ কেটি ৯৬ লাখ টাকা।

 

একইসঙ্গে ৪৭ বিজিবির যৌথ টাস্ক ফোর্স অভিযানে তিন হাজার পিস ইয়াবা, ১৭ হাজার চারশ’ ৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, এক হাজার পাঁচশ’ ৪৪ পিস অবৈধ কসমেটিস সামগ্রী, দুই হাজার আটশ’ ৮০ কেজি ভারতীয় বেহুন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার একশ’ ৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার নয়শ’ ৭০ কেজি কারেন্ট জাল, দুটি অবৈধ জাল তৈরির মেশিন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা।

 

মিডিয়া ব্রিফিং এ লে. কর্নেল মাহবুব মোর্শেদ আরো জানান, গত ৩১ মে এবং ২৬ জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ১৭জন বাংলাদেশিকে পুশইন করলেও পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে আর কোন পুশইন ঘটেনি।

 

অধিনায়ক আরো জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করার ফলে ঈদ উল আযহায় কোন গরু পাচার হয়নি। এছাড়া মাদক পাচারে সংশ্লিষ্ট কয়েকজনকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য বিজিবির উদ্যোগে মুলধনসহ দোকান করে দেওয়া হয়েছে। মাদক পাচার ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

 

ব্রিফিং এ তিনি নদী ও পরিবেশ রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশিয় জলজ পরিবেশবান্ধব জাল এবং মাছ ধরার সরঞ্জাম ব্যবহারের আহবান জানান।

 

ব্রিফিং এর আগে সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

বিজিবির কর্মকর্তা এ লে. কর্নেল মাহবুব মোর্শেদ বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকদব্যসহ আসামিদের আটক বিজিবির দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারিসহ মাদক আটকে বিজিবির কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


প্রিন্ট