রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় দুই গ্রুপের মধ্যে ককটেল বিষ্ফেরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে। এ সময় রিয়াজ ও মোহাম্মদ আলী গ্রুপের ছোঁড়া গুলিতে রাকিব ওরফে গুই রাকিব গুলিবিদ্ধ হয়। এসময় বিজয় ও বাবুকে রাম দা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে। আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাকিব (২৫) মাছিমপুর এলাকার সামছুল হকের ছেলে ও আহত বিজয় (২০), বাবু (২৪) গোলজার হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাছিমপুর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে রিয়াজ ও মোহাম্মদ আলী গ্রুপের মামুন, সোহাগ বাবুসহ তাদের গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার রাকিব ওরফে গুই রাকিব ও তার সহযোগী রাসেল, হামিদ, রাহাত ও বাবুদের সঙ্গে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে দুই গ্রুপের লোকজন ককটেল বিষ্ফোরণও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ ২৫/৩০ টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ করে গুলি বর্ষণ করে। রিয়াজ ও মোহাম্মদ আলীর গ্রুপের ছোঁড়া গুলিতে রাকিব গুলিবিদ্ধ হয় বলে রাকিবের পরিবার দাবী করে। পরে রাকিব গ্রুপের বিজয় ও বাবুকে রাম দা দিয়ে এলাপাতারী কুপিয়ে গুরুতর আহত করে রিয়াজ ও মোঃ আলী গ্রুপের লোকজন। সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন সন্ত্রাসীকে ছাড়দেওয়া হবেনা। অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রিন্ট