ফরিদপুরের সালথা উপজেলা চত্তরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আক্তার ও পুলিশের পক্ষে সালথা থানা অফিসার ইনচার্জ আশিকুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের উপনেতা ও সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর (এমপির) পক্ষে উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর ।
তারপরে একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ ছাড়া সরকারি ও বেসরকারিভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দিবসটি উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রিন্ট