দেশীয় চোরাই মদসহ দুজনকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান , রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা হতে দেশীয় চোলাই মদসহ ০২ জন মাদক ব্যাবসায়ী আটক।
ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ১৬,২,২০২২ তারিখ ১২.৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন সিরাজ খার পাড়া গ্রামস্থ জনৈক মোঃ হারেজ খান এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ০১। মোঃ গোলাম মাওলা(১৮), পিতা-মোঃ সোহরাব সর্দার, সাং-রসুলপুর, ০২। মোঃ ফিরোজ মোল্লা(১৮), পিতা-মোঃ কোবাদ মোল্লা, সাং-আজিম উদ্দিন সরকার পাড়া, উভয় থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদ্বয়কে আটক করেন।
এ সময় তাদের হেফাজত হতে ১৭৫ লিটার দেশীয় চোলাই মদ, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন এবং ০২টি ইজিবাইক জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীদ্বয়কে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রিন্ট