মনোয়ার ইমাম:
পশ্চিম বাংলার লোকায়ুক্ত (লোক আয়োগ) আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক হাইকোর্ট বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্ত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বিকেলে পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোস তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।
বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পশ্চিম বাংলার হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রীন বেঞ্চের বিচারপতি হিসেবেও কাজ করেছেন। এছাড়া তিনি পশ্চিম বাংলার রিয়েল এস্টেট সংক্রান্ত আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাঁকে লোকায়ুক্ত আদালতের বিচারপতি হিসেবে মনোনীত করা হয়েছে। আজ থেকে তাঁর নেতৃত্বে লোকায়ুক্ত আদালত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, মন্ত্রী, এমপি, বিধায়ক, আইএএস ও আইপিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সুপারিশ করার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এর মাধ্যমে সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আদালত।
উল্লেখ্য, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত নারী ও শিশুদের অধিকার বিষয়ক একটি আন্তর্জাতিক মানের বইয়ের লেখক। ওই বইটি বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিভিন্ন মামলার রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
নিয়োগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিম বাংলা সরকারের ঊর্ধ্বতন আমলা ও রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মনোয়ার ইমাম, পশ্চিম বঙ্গ (কোলকাতা) প্রতিনিধি 


























