কলকাতা থেকে মনোয়ার ইমামঃ
আজ বৈকালে পশ্চিম বাংলার মালদাহ জেলা র তৃনমূল কংগ্রেস এর সাবেক সভাপতি ও রাজ্যেসভার এম পি ও সাবেক মালদাহ জেলা র দুই দুই বারের এম পি মৌসম নুর তৃনমূল কংগ্রেস ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন।আজ ভারতের নয়াদিল্লিতে তার মামাতো ভাই মালদাহ এর এম পি ঈশা খাঁন চৌধুরীর হাত ধরে ভারতের জাতীয় কংগ্রেস এর হেড অফিসে যোগদান করেন।
সেই সময় উপস্থিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জয়রাম রমেশ ও গোলাম আহমেদ মীর পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেস এর অবজার্ভার ও পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার।
এদিন ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করে ভারতের জাতীয় কংগ্রেস কে শক্তিশালী করার জন্য এবং পশ্চিম বাংলার রূপকার সাবেক ভারতের রেল মন্ত্রী প্রয়াত বরকত আতাউল্লাহ গনিখান চৌধুরীর ফেলে যাওয়া কাজ কে বাস্তবায়ন করার লক্ষ্যে নিয়ে কাজ করতে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন।
তিনি বলেন যে তৃনমূল কংগ্রেস থাকলে পশ্চিম বাংলার গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। গঙ্গার ভাঙন রোধে কাজ শুরু করতে এবং রাস্তা ঘাট নির্মাণ কাজ শুরু করতে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। সেই সঙ্গে পশ্চিম বাংলার মালদাহ জেলা র ভারতের জাতীয় কংগ্রেস কে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
এবং আগামী ২০২৬,শে পশ্চিম বাংলার মাটিতে ঐক্যবদ্ধ লড়াই করে ভারতের জাতীয় কংগ্রেস এর বিধায়ক সংখ্যা বাড়াতে চান। সেই সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেস কে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মনোয়ার ইমাম, পশ্চিম বঙ্গ (কোলকাতা) প্রতিনিধি 





















