সাইফুল ইসলামঃ
নাটোরের সিংড়া উপজেলায় গ্রামবাংলার শতবর্ষী ঐতিহ্যকে ধারণ করে ব্যতিক্রমধর্মী কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী উপজেলার ৩নং ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে এ ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করা হয়।
শালমারা দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে প্রতি বছরের মতো এবারও ইসলামী জালসা উপলক্ষে গ্রামবাসীর আয়োজনে শালমারা বড় দিঘীতে এ মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকেই গ্রামের শত শত মানুষ এতে অংশ নেন। উৎসবকে কেন্দ্র করে দিঘীর চারপাশে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ ব্যতিক্রমী আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনসহ অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। সরেজমিনে দেখা যায়, শৌখিন মাছ শিকারীরা কলাগাছ দিয়ে তৈরি ভেলায় চড়ে তৈরি জাল ব্যবহার করে মাছ ধরছেন। কেউ কেউ আবার ছোট নৌকায় বসেও মাছ শিকারে মেতে ওঠেন। তাদের জালে ধরা পড়ছে বোয়াল, শোল, রুই, কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির দেশীয় মাছ। দিঘীর পাড়ে দাঁড়িয়ে শত শত দর্শনার্থী এ দৃশ্য উপভোগ করেন।
শালমারা গ্রামের বাসিন্দা মোতালেব জানান, এ বছর শালমারা দাখিল মাদ্রাসার ৮৩তম ইসলামী জালসা অনুষ্ঠিত হচ্ছে। জালসার একদিন আগেই গ্রামবাসী এই মাছ ধরার আয়োজন করে থাকেন। দীর্ঘ প্রায় ৮৩ বছর ধরে গ্রামবাসী এই ঐতিহ্যবাহী উৎসবটি ধরে রেখেছেন।
মাছ শিকারী জয়নাল আবেদীন বলেন, “গত এক সপ্তাহ আগে থেকেই কলাগাছ কেটে ভেলা তৈরি করে রেখেছিলাম। ইসলামী জালসার আগের দিন মাছ ধরার এই উৎসব আমাদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনে।”
এই আয়োজন গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও আনন্দের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি 



















