আলিফ হোসেন:
রাজশাহীর তানোর উপজেলায় কলমা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) কলমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত এসব আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মানিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, বিএনপি নেতা অধ্যাপক নুরুল ইসলাম, তৌহিদুর রহমান রেজা, ফিরোজ কবির, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক রায়হান, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, তোফাজ্জুল হোসেন তোফা, আহসান হাবিব সরকার নান্নু।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মণ্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, এমদাদুল হক এমদাদ, শিহাব আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা সবাই ঐক্যবদ্ধ। তারা আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়—দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো অবস্থাতেই তারা কাজ করবেন না।
দোয়া মাহফিলে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 



















