কৌশিক চৌধুরীঃ
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি শাহিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ হাকিমপুর প্রেসক্লাবের সকল সদস্য সাংবাদিকবৃন্দ।
সভায় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যম হবে স্বাধীন, সাহসী ও দায়িত্বশীল। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না।”
ডা. জাহিদ হোসেন বলেন, দিনাজপুর-৬ আসনের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। হাকিমপুরসহ এই অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায্য অধিকার আদায়ে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর তুলে ধরবেন। জনগণের পাশে থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার অবশ্যম্ভাবী হবে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
কৌশিক চৌধুরী, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 



















