মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী এলাকায় কৃষি জমির টপ লেয়ার কর্তন করে ইটভাটায় সংরক্ষণ করায় ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়। আজ (১১ জানুয়ারি) রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম এই অর্থদণ্ড দেন।
প্রশাসনিক সূত্রে জানা যায়, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন খবর পান উপজেলার মানিকদী দড়িপাড়া উত্তর পূর্ব পাশের কৃষি জমির মাটি ভেকু দিয়ে কেটে ইট ভাটায় সরবরাহ করা হচ্ছে।
তাৎক্ষণিক ইউএনওর নির্দেশে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, শিবপুর মডেল থানার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতিকারীরা ভেকু, ট্রলি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে ধরা সম্ভব হয়নি।
আরো জানা যায়, নিকটবর্তী ইটভাটা এএমএল এ গিয়ে দেখেন সেখানে কৃষি জমির মাটি স্তুুপ করে রাখা রয়েছে। সেই প্রেক্ষিতে মোবাইল কোর্ট ওই ইট ভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটা মালিক ভবিষ্যৎতে কৃষি জমির মাটি সংরক্ষণ করবে না মর্মে মুচলেকা দেয়।
এ বিষয়ে এসিল্যান্ড মু. আব্দুর রহিম বলেন, কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 



















