মোহাম্মদ আবু নাছেরঃ
নোয়াখালীর সেনবাগে সরকারি খাস জমি জোরপূর্বক দখল ও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক চেয়ারম্যান ও তার পুত্রসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ শাহ জাহান (৫০)।
পাশাপাশি শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
ভুক্তভোগী মোঃ শাহ জাহান সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের পূর্ব পাড়া, ওয়াজ বেপারী বাড়ীর বাসিন্দা। তিনি জানান, সেনবাগ থানাধীন ২৭৬ নং সোনাকান্দি মৌজার ০২ নং খতিয়ানভুক্ত ১১ দাগের অংশে অবস্থিত সরকারি খাস জমি তিনি গত ১৩ বছর ধরে বৈধভাবে ইজারা নিয়ে ভোগদখল করে আসছেন এবং নিয়মিত সরকারী খাজনা পরিশোধ করছেন।
তিনি অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে সরকারি নির্দেশে দোকান ঘর ভেঙে দেওয়ার পর জমিটি খালি ছিল। কিন্তু গত ৬ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টায় আবদুর রহমান চেয়ারম্যান (৬৫) ও তার পুত্র হৃদয় (২৩)সহ ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের উদ্দেশ্যে দোকান ঘর নির্মাণ শুরু করে।
ঘটনাস্থলে সরকারি খাজনার কাগজপত্র নিয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে এবং নানা ধরনের হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। প্রাণরক্ষার্থে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
ভুক্তভোগী আরও জানান, বর্তমানে বিবাদীদের হুমকির কারণে এলাকায় গুরুতর শান্তি ভঙ্গের আশঙ্কা বিরাজ করছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে তিনি সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে মোঃ শাহ জাহান প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সরকারি খাস জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশের সময় পর্যন্ত তা পাওয়া যায়নি।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি 




















