কলকাতা থেকে মনোয়ার ইমামঃ
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর ঘোলার মোড়ের কাছে গড়ে উঠেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুটিক হাউস।এখান থেকে হাজার হাজার বুটিক গ্রাউন, কুট্টি, পাল্লাজো এবং বিভিন্ন নতুন আধুনিক প্রযুক্তির সাহায্যে নিয়ে বিভিন্ন ডিজাইনের পোশাক ও মাল তৈরি করা হয়।
ভারতের গুজরাট থেকে কাচা মাল এনে এখান বিভিন্ন ডিজাইনের পোশাক ও বস্ত্র তৈরি হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ও ভারতের বাইরে পাড়ি দিতে চলেছে।এই সাহানারা বুটিকের কর্নধার সাহানারা খাতুন ও তার স্বামী রাজা লস্কর এর উদ্যোগে গড়ে উঠেছে এই বৃহত্তম প্রতিষ্ঠান।
এই সাহানারা বুটিকের কাছ থেকে প্রায় কয়েক শত মানুষের রুটি রুজির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। সেই সঙ্গে এই প্রতিস্ঠানের মাধ্যমে কয়েক শত মানুষের রুটি রুজির কর্মসংস্থানের ব্যবস্থা জোরদার করতে বড় ভূমিকা পালন করছে।
সাহানারা বুটিকের কর্নধার সাহানারা খাতুন ও তার স্বামী রাজা লস্কর বলেন আগামী দিনে তারা তাদের প্রতিস্ঠানের মাল বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চায়। এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে তাদের ব্যাবসা করে তুলে ধরতে চায়।
বর্তমানে এই সাহানারা বুটিক ও তার সঙ্গে জড়িত রয়েছে সেলাইয়ের কাজ।এই সেলাইয়ের কাজের সুযোগ করে দিয়েছে কয়েক শত মানুষের। তাই সকল মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চলেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুটিক জগতের সুনামধন্য সাহানারা বুটিক হাউস।
এটির ঠিকানা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর ঘোলার মোড়ে। ফোন নাম্বার- ৯১৯৩৩০২৭০৩১৩/৯১৭৭৯৭১২৫২৯৪
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মনোয়ার ইমাম, পশ্চিম বঙ্গ (কোলকাতা) প্রতিনিধি 




















