মোঃ ইকবাল হোসেনঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুুর পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলার সদর বাজারে সর্বস্তরের মানুষের সাথে আবুল বাশার খান ও তার কর্র্মী সমর্থকরা গণসংযোগ করেন।

গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান বলেন, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসন। আমার জন্ম মধুখালী উপজেলায়। আমি একজন ব্যবসায়ী আমার পাট পণ্য উৎপাদন কারখানা রয়েছে। যেখানে এলাকার প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন।
আমার আশা এলাকার বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি করা। বোয়ালমারী ও আলফাডাঙ্গাতে পাট কল করা হবে। স্থানীয় বেকররা সেখানে কাজের সুযোগ পাবে। এলাকার উন্নয়ন নিয়ে নানান পরিকল্পনার কথা জানান তিনি।
আবুল বাশার রপ্তানি বাণিজ্যে অসামান্য অবদানের জন্য ঈওচ হিসেবে সম্মানন অর্জন করেছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের দোয়া,আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 




















