রনি রজব ভোলাহাটঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানের সময় ড. মিজানুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াইয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তোরিকুল ইসলাম বকুল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফুল ইসলাম এবং গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা। এছাড়াও নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন ড. মিজানুর রহমান। বক্তব্যে তিনি নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য নেতা-কর্মীদের প্রতি কড়া নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়া জরুরি। আপনারা ভোটারদের বাড়ি বাড়ি যান, তাঁদের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করুন। প্রচারণার সময় কোনো অবস্থাতেই যেন শান্তি-শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এলাকায় ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 



















