শহিদুল ইসলাম ঃ
শীতের কুয়াশাচ্ছন্নতা ভেঙ্গে উঞ্চ বাতাস বইছে রাজবাড়ী – ২ আসনের নির্বাচনের মাঠে। এ আসনে সম্প্রতি বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ। দীর্ঘ দেড়যুগ আন্দোলন থাকা হারুন অর রশীদ প্রার্থী হওয়ায় বিএনপি একাংশ মনক্ষুন্ন হয়ে পরে। শনিবার সন্ধায় মনোক্ষুন্নতার সেই বাঁধ ভেঙ্গে দ্বিধাবিভক্ত বিএনপি একাকার করে তোলেন হারুন অর রশীদ।
শনিবার সন্ধায় হারুন অর রশীদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আইনুল হাবিবের অফিসে যান। সাবু গ্রুপের অফিস হিসেবে পরিচিত এ অফিসে গেলে খান মোঃ আইনুল হাবিব সহ নেতাকর্মীরা তাকে জড়িয়ে ধরেন। পরে মিষ্টি বিতরন করে আনন্দ করা হয়।এসময় জেলা বিএনপির আহ্বায়ক এড লিয়াকত আলী বাবু সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে হারুন অর রশীদ কালুখালী উপজেলা যুবদলের কার্যালয়ে যান।সেখান কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, ছাত্রদের সভাপতি জামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা জানান, বিএনপি মনোনীত রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদ পাংশা ও বালিয়াকান্দিতেও অনুরুপ কর্মসূচি পালন করেছেন।ফলে বিএনপির নেতাকর্মীরা একজোট হয়ে কাজ করছে। ইতিপূর্বে হারুন ভাই রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর সাথে দেখা করে তার কাছে দোয়া চেয়েছেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 




















