মিজান উর রহমানঃ
বোয়ালমারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সাথে সংবাদ কর্মিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রোনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এস এম রাকিবুল হাসান’র সাথে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সিব্বির আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলভীর রহমান ।
সদ্য আগত উপজেলা নির্বাহী অফিসার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নিজের পরিচয় তুলে ধরেন। তিনি আগামী ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলাবাসীর জন্য জবাবদিহীতার মাধ্যমে তাদের উন্নয়ন মুলক কাজে অংশ নিতে চান।
এ বিষয়ে তিনি সকল সংবাদ কর্মিদের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রেজাউল হক, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড: কোরবান আলী, দৈনিক সময়ের প্রত্যাশা ও সাপ্তাহিক আগামীর প্রত্যাশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মুরসিদ আহমেদ শিকদার লিটু, দৈনিক দিনকাল পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন,দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র বোয়ালমারী প্রতিনিধি অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন লিটন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা টিভি-র বোয়ালমারী উপজেলা প্রতিনিধি মুহববত জান চৌধুরী, দৈনিক পুনরুত্থানের বার্তা সম্পাদক ও দৈনিক সময়ের প্রত্যাশা’র সিনিয়র স্টাফ রিপোর্টার মিজান উর রহমান সহ বোয়ালমারীতে কর্মরত সকল সংবাদ মাধ্যম কর্মিগণ।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















