মোঃ আলম মৃধাঃ
নরসিংদী সদরের উত্তর সাটিরপাড়া এলাকা থেকে ৫৪ হাজার জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী সদরের উত্তর সাটিরপাড়া এলাকার মোঃ কারিম হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসেন (৩৫) এবং একই এলাকার সোহেল রানা স্ত্রী সুমাইয়া আক্তার সোনিয়া (৩০)।
ডিবির এসআই (নিঃ) মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ডাক্তার ইব্রাহিমের বাড়িতে অভিযান চালিয়ে ৫৪,০০০ (চুয়ান্ন হাজার) জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কায়েস আকন্দ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জাল টাকার উৎস ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 




















