মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারে ফুজি কালার ল্যাব নামের একটি দোকান শুভ উদ্বোধন করা হয়েছে। সাম্প্রতিক সময় আলফাডাঙ্গা কলেজ রোডে ফুজি কালার ল্যাব ও ডিজিটাল স্টুডিও নামের দোকানটি উদ্বোধন করা হয়।
ফুজি কালার ল্যাবের স্বত্তাধিকারী মোঃ হাবিবুর শেখ জানান, আমাদের আলফাডাঙ্গাতে এই প্রথম একটি ল্যাব উদ্বোধন করা হলো। যাহার নাম দেওয়া হয়েছে ‘ফুজি কালার ল্যাব’। ভালো ছবির জন্য এখন ঢাকা অথবা ফরিদপুর বা অন্য কোনো জেলা শহরে যেতে হবে না। আমাদের ল্যাবেই সব ব্যবস্থা করা হয়েছে।
আমাদের রয়েছে উন্নতমানের ল্যাব মেশিন যাহা দ্বারা মাত্র পাঁচ মিনিটে আপনার যে কোনো সাইজের ছবি প্রিন্ট দেওয়া যাবে। এবং স্টুডিওর সমস্থ মালামাল পাইকারী ও খুচরা ভাবে সুলভ মূল্য বিক্রি করা হবে। আশা রাখি আলফাডাঙ্গাবাসী অল্প সময়ে স্টুডিওর সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। আমরা গ্রাহকের পছন্দানুযায়ী ছবি তুলে উপহার দিতে পারবো।
সেই সাথে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের যে কোনো অনুষ্ঠানের সকল ধরনের ভিডিও ধারণ করতে পারবো। আপনাদের সেবা প্রদান করা আমাদের রয়েছে দক্ষ কারিগর। সকল উপকারভোগীদের ফুজি কালার ল্যাব ও স্টুডিওতে এসে সেবা নেওয়ার জন্য উদার্ত আহ্বান জানান হাবিবুর শেখ।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 




















