মোঃ আলম মৃধাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমার শেষ দিনে নরসিংদী-৩ শিবপুর আসনে স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়ন পত্র জমা দিলেন দশজন। আজ (২৯ ডিসেম্বর) সোমবার বিকেল ৫টা পর্যন্ত উপজেলার শিবপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেয়া হয়।

শিবপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায় মনোনয়ন জমা দিলেন যারা, মনজুর এলাহী, সাধারণ সম্পাদক নরসিংদী জেলা বিএনপি। মোঃ মোস্তাফিজুর রহমান কাউসার, আমীর শিবপুর উপজেলা শাখা জামায়াত ইসলামী। মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া, সহ-সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ।

আরও জানা যায়, মোঃ আরিফুল ইসলাম মৃধা, (স্বতন্ত্র) সদস্য সচিব মান্নান ভূইয়া পরিষদ। আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, সহ-সভাপতি নরসিংদী জেলা জাকের পার্টি ও আইন বিষয়ক সম্পাদক শিবপুর উপজেলা জাকের পার্টি। মোঃ রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক, ইনসানিয়াত বিপ্লব নরসিংদী জেলা শাখা। এ কে এম জগলুল হায়দার আফ্রিক, প্রেসিডিয়াম সদস্য গনফোরাম।

মোঃ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক জনতার দল কেন্দ্রীয় কমিটি। এ কে এম রেজাউল করিম বাছেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 



















