সাজেদুর রহমানঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে বিভিন্ন দলের ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেমাবার (২৯ ডিসেম্বর) শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদের কার্যালয়ে উপস্থিত হয়ে এসব মনোনয়নপত্র জমা দেন।
যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বাংলাদেশ জামায়েত ইসলামীর মাওলানা আজিজুর রহমান, বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, ইসলামী আন্দোলন বাংলাদেশ বকতিয়ার রহমান, স্বতন্ত্র ওসমান গনি, স্বতন্ত্র শাহজাহান আলী গোলদার, জাতীয় পাটির (জিএম কাদের) জাহাঙ্গীর আলম চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস নাজিম উদ্দিন ও জনতার দল আব্দুল মান্নান মিন্নু।
যশোর-১ আসনটি শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন।
বিএনপির লিটন, জামায়াতের আজিজুর ও বিএনপির বিদ্রোহী প্রার্থী তৃিপ্ত প্রচুর জন সমর্থন নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন। শোডাউন শেষে শার্শা উপজেলা চত্তরে এসব প্রার্থীরা পথসভা করেন। পথ সভায় প্রার্থীরা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রকম প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 



















