কলকাতা থেকে মনোয়ার ইমামঃ
আজ বৈকাল থেকে শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত নবগ্রাম অঞ্চলের হিমচিতে আস্তানা পাকের পবিত্র উরুস মোবারক।এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে কয়েক হাজার মুরিদ ও মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ঢল নামে। প্রতি বছরের ন্যায় এই বছরও হিমচি মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত এর সামনে এই পবিত্র উরুস মোবারক শুরু হয়েছে।
আন্তর্জাতিক ভারত ও বাংলাদেশের বিখ্যাত পীর মরহুম মাওলানা সৈয়দ শাহ সুফি আল্লামা আক্তার আলী শাহ আল কাদেরী স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে প্রতি বছর হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার খিদিরপুর খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি আল্লামা গোলাম ইস্তারসিদ আল কাদেরী ও মাওলানা শাহ সুফি আল্লামা গোলাম মুস্তাশিদ আল কাদেরী সহ অন্যান্য আলেম ওলামারা উপস্তিত ছিলেন।
সেই সঙ্গে বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।মূল অনুষ্ঠান টি পরিচালনা করেন হিমচি মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটির সদস্যরা এবং হিমচি মাদ্রাসা ও মসজিদ এবং হিমচি গ্রামের বাসিন্দারা।
আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করতে সাহায্য করছেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার কর্মী ও হিমচি মন্ডল পাড়া জামে মসজিদের মাতওয়ালী মোশারফ হোসেন মন্ডল এবং বারুইপুর পূর্ব এর তৃনমূল দলের নেতা ও নবগ্রাম অঞ্চলের উপ প্রধান আক্তার হোসেন মন্ডল।
আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনায় সহযোগিতা করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানা।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মনোয়ার ইমাম, পশ্চিম বঙ্গ (কোলকাতা) প্রতিনিধি 




















