রনি রজবঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার অংশ হিসেবে ৫৩ বিজিবির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে বিজিবির সদস্যরা সরাসরি তাদের পাশে দাঁড়িয়ে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র পেয়ে উপকৃত স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের মানবিক সহায়তা শীতকালে তাদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় সদা নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ৫৩ বিজিবি।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 





















