আলিফ হোসেনঃ
তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া পৌরসভা। হারবে শীত, জিতবে মানবতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুঠিয়া পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ৬ জানুয়ারী মঙ্গলবার পুঠিয়া পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক লিয়াকত সালমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাস।
পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে এদিন ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কম্বল পেয়ে অনেকের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন। পৌর প্রশাসক শিবু দাস বলেন, সামনের দিনগুলোতেও পৌরসভার এই উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 





















