মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুরে এলপিজি সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি করায় মেসার্স সাইফুল ডিপোতে ও খুচরা ব্যবসায়ীকে অর্থদণ্ড করে নগদ সাত হাজার টাকা আদায় করা হয়। আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. আব্দুর রহিম।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সিএন্ডবি বাজারের মেসার্স সাইফুলের ডিপোতে হোলসেলের ক্ষেত্রে পাকা রশিদ প্রদান না করার কারনে পাঁচ হাজার টাকা ও একজন খুচরা ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
সূত্রে আরো জানায়, ইটাখোলা মোড়ে ওমেরা গ্যাসের ডিস্টিবিউটরের গোডাউন যাচাই করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. আব্দুর রহিম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. আব্দুর রহিম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 





















