মোঃ ইনামুল খন্দকারঃ
সুন্দরী নারীর প্রতারনার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন ঢাকা উত্তরা এক ব্যবসায়ী যুবক। ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে ১২ লক্ষ টাকা। সর্বশান্ত ব্যবসায়ী যুবক মফিজুলের গ্রামে বাড়ী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। সে ঢাকার উত্তরায় প্রাইভেটকারের ব্যবসা করে। এ ঘটনায় বিচার চেয়ে তিনি কুড়িগ্রাম জেলা বিঞ্জ আদালতে একটি প্রতরনা মামলা দায়ের করছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, ঢাকায় উত্তরায় পাশাপাশি ভাড়া বাসায় থাকার সুবাদে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রুপালী খাতুন (সুমি’র) তার সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে এবং সে নিজেকে অবিবাহিত বলে দাবি করে, এরপর আমাকে স্টুডেন্ট ভিসায় ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে মালেয়শিয়া নিয়ে যায়।
মালেয়শিয়া যাওয়ার পর রুপালী খাতুন (সুমি) আমাকে তার একাউন্টে ব্যাংক স্টেটমেন্ট বাবদ ৯ লক্ষ টাকা রাখতে বলে আমি তার ব্যাংক একাউন্টে ত্রিশ হাজার রিঙ্গিত জমা রাখি, এরপর প্রতরক রুপালী খাতুন (সুমি) তার ভাড়া করা লোক দিয়ে আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে দেশে পাঠিয়ে দেয়।
দেশে এসে আমি তাঁর পরিবারের সাথে যোগাযোগ করলে তারা আমাকে বলে এবিষয়ে তাঁরা কেউ কিছু জানে না। পরে আমি আদালতে মামলা করেছি। তিনি বলেন আমি নিঃস্ব হয়ে গেছি আমার টাকা ফেরত চাই এবং বিচার চাই। খোঁজ নিয়ে জানা যায় রুপালী খাতুন (সুমি) ও তাঁর মা সুফিয়া আক্তার একাধিক বিবাহ করছেন। রুপালী খাতুন ( সুমি) সুন্দরী হওয়ায় ঢাকায় চার, পাঁচটি বিবাহ করছে একাধিক স্বামী রয়েছে তার। এবং একটি ছেলেও আছে।
সে একাধিক পুরুষের সাথে প্রতারণা করছে বলে এলাকাবাসী জানান, এখন সে মালেয়শিয়া অবৈধভাবে অন্য একজন পুরুষের সাথে রয়েছে, এবিষয়ে অভিযুক্ত রুপালী খাতুন (সুমির) মায়ের সাথে মুঠো ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি এবিষয়ে কিছু জানেন না বলে জানান।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে 





















