আব্দুল হামিদ মিঞঃ
রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাঘা বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধ্যী বিদ্যালয়ের ৪০টি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ) দুর্যোগ ব্যবস্থাপনা থেকে প্রাপ্ত কম্বল বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবু বাশির বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম মিল্টন, সহকারী শিক্ষিকা ফাহিমা খাতুন,লিপিসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম বলেন,শীতবস্ত্র (কম্বল) পেয়ে তার শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবু বাশির বলেন, শীত নিবারনের জন্য তাদের শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়েছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















