ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আশিকুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০৫ জানুয়ারি) রাতে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আশিকুল ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের মহর ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত ৮টার সময় মিরপুর ভাঙ্গা বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা মিরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আজিজ জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছে সেটি এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। বর্তমানে মৃতদেহটি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ব্যাপারে মৃতদেহের পরিবারের কোন অভিযোগ নেই।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















