মামুনুর রশীদ মিলনঃ
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান। সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস সরদার এবং বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্ব জিয়াউল হক বাচ্চু। বক্তারা সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা আরও জোরদার করতে হবে।
আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করতে বিনা সুদে ঋণ বিতরণ করা হয়। এছাড়া ভিক্ষাবৃত্তি পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মামুনুর রশীদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 





















