মোক্তার হোসেন:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “প্রযুক্তি মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উপলক্ষে আত্ম-অনুসন্ধান কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন এবং পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পিকুল আলী।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার (ঋণগ্রহীতা) ক্যাটাগরিতে কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের ঘূর্ণায়মান তহবিলের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল আলী এবং একই ক্যাটাগরিতে যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের ঘূর্ণায়মান তহবিলের সভাপতি মো. ইছাহাক আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া শ্রেষ্ঠ কর্মদল ক্যাটাগরিতে সরিষা ইউনিয়নের খামারডাঙ্গা গ্রামের ঘূর্ণায়মান তহবিলের সভাপতি মাহবুব হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল গনী, পাংশা উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল, সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















