ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৪ মাস ধরে এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ Logo নলছিটিতে পরিবর্তনের ছোঁয়া: ইউএনও নজরুল ইসলামের প্রশাসনিক দক্ষতায় ফিরছে স্বচ্ছতা ও শৃঙ্খলা Logo দিনাজপুরের হাকিমপুরে দেশীয় অস্ত্রসহ ০৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ Logo সাংবাদিক আসলাম এর শশুরের দাফন সম্পন্ন Logo লালপুরে জমি জমা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত Logo লালপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পেট্রোল বোমা-ককটেলের উদ্ধার Logo ৮ম বার দল পাল্টালেন শাহ্ মো: আবু জাফর Logo কালুখালীর কানাবিলের জলাবদ্ধতাঃ ডুবে থাকে ১ শ একর পেয়াজের জমি Logo যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

“চাচা‚বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়”

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৮ বার পঠিত

সাদ্দাম উদ্দিন রাজঃ

‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ এটি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে।

 

সিনেমায় সংলাপটি আনোয়ার হোসেন ও বাপ্পারাজের ছিল। আর হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। ছবিটিতে আরেকজন অভিনেতা ছিলেন অমিত হাসান।

সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

 

তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পর্দায় বাজতে থাকে।

দীর্ঘদিন পর এ সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। তবে ঠিক কী কারণে এ সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো, তা স্পষ্ট নয়। প্রেমিকার বিয়ে হয়ে গেলে যে প্রেমিক যে কষ্টের মধ্য দিয়ে যায়, তা–ই বোঝানো হয়েছে।

২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ ছবির পরিচালক ইফতেখার জাহান। আর ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

৪ মাস ধরে এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ

error: Content is protected !!

“চাচা‚বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়”

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
বিনোদন ডেস্ক :

সাদ্দাম উদ্দিন রাজঃ

‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ এটি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে।

 

সিনেমায় সংলাপটি আনোয়ার হোসেন ও বাপ্পারাজের ছিল। আর হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। ছবিটিতে আরেকজন অভিনেতা ছিলেন অমিত হাসান।

সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

 

তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পর্দায় বাজতে থাকে।

দীর্ঘদিন পর এ সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। তবে ঠিক কী কারণে এ সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো, তা স্পষ্ট নয়। প্রেমিকার বিয়ে হয়ে গেলে যে প্রেমিক যে কষ্টের মধ্য দিয়ে যায়, তা–ই বোঝানো হয়েছে।

২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ ছবির পরিচালক ইফতেখার জাহান। আর ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।


প্রিন্ট