-শামীম আহমেদ
গাড়িয়াল একটি মৌলিক গল্পের নাটক। নাটকের গল্প ও নির্মান নিয়ে সম্প্রতি কথা হলো নাটকটির পরিচালক লিটু করিমের সাথে। লিটু করিম বলেন– মূলতঃ একজন গারোয়ানের জীবনের টানাপোড়ন নিয়ে গাড়িয়াল নাটকের গল্পের জন্ম হলেও নদীর পাড়ের মানুষের জীবন যুদ্ধ এবং অসহায় সাধারণ মানুষের উপর মহাজনদের অত্যাচার তুলে ধরার চেষ্টা করেছি গাড়িয়াল নাটকে।
দীর্ঘদিন ধরে গল্পটি মাথার ভেতর উঁকিঝুঁকি মারছিলো। অবশেষে এখন নির্মাণের পথে হাটছে গাড়িয়াল। আগামী মাসের প্রথম সপ্তাহে নাটকের সুটিং শুরু হবে রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর পদ্মা পাড়ে এবং প্রচারিত হবে একটি বেসকারি টিভি চ্যানেলে। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান- আহমেদ সাজু’স ক্রিয়েশন।
লিটু করিমের রচনা ও পরিচালনায় গাড়িয়াল নাটকে অভিনয় করছেন– ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলু, সুষমা সরকার, আহমেদ সাজু, উত্তম কুন্ডু, চৈতন্য বসাক, সুমাইয়া উল্কা, রতন মাহমুদ, আল মাসুদ। পরিচালকের প্রত্যাশা “গাড়িয়াল” নাটকটি দর্শক নন্দিত হবে।
প্রিন্ট