ফরিদপুরে খেয়ালী নাট্য সম্প্রদায়ের নাটক মহেশ মঞ্চস্থ হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উক্ত নাটকটি মঞ্চস্থ করা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত মহেশ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দান করেন আলম খান।
এটা খেয়ালী নাট্য সম্প্রদায়ের ৫৬ তম প্রযোজনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুষমা সোমা সুমন সিরাজ, বাধন লতা, আহসান হাবিব, অপু মন্ডল, বিপ্লব মন্ডল, সবুজ বিশ্বাস, রবিন, রনি আহমেদ জীবন দাস ও সাকিবুল সজল। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই মঞ্চ নাটকটি উপভোগ করে।
- আরও পড়ুনঃ বিএনপি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছে
প্রিন্ট