মোক্তার হোসেন:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাংশা উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন মঞ্চে যশাই ইউনিয়ন বিএনপির নেতা মাহবুব হক বকুল, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরিফুল ইসলাম এবং পাংশা উপজেলা মহিলা দলের সভাপতি রাশিদা বেগম স্বপ্না—এই তিনজন বিএনপির দলীয় সদস্য নবায়ন ফরম পূরণ করেন।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির প্রাক্তন চেয়ারম্যান মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর উপস্থাপনায় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাজী মানিক এবং রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ দলীয় নির্দেশনা মোতাবেক সদস্য নবায়ন ফরম পূরণের গুরুত্বারোপ করেন।
কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম (হুমায়ুন মাস্টার)সহ পাংশা উপজেলা, পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে পাংশা পৌরসভা ও সকল ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে দলীয় সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়।
প্রিন্ট