প্রদীপ্ত চক্রবর্তীঃ
চট্টগ্রামের পটিয়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা পুলিশ গত বুধবার থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে। অভিযানে অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, মাদক কারবারি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, গত বুধবার রাতে কোলাগাঁও ইউনিয়নের চাপড়া লবণ ফ্যাক্টরির পাশে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন : মোঃ ইব্রাহিম শিবলু (৩৪), মোঃ ইমরান মনির (৩৭)। এ সময় তাদের কাছ থেকে রামদা, ধামা, কাটার, ছুরি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
একই দিন রাতে পুলিশের অপর একটি টিম হাইদগাঁও ইউনিয়নের কাজীপাড়ার প্রিন্স আলমের বাড়ি থেকে মোহাম্মদ জানে আলম (৪৮) এবং কচুয়া ইউনিয়নের অলিরহাট থেকে মোঃ নয়ন (২২) — দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে যথাক্রমে ৮০ লিটার এবং ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানের ২য় দিনে, গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট