বোরহানুজ্জামান আনিচঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে দেশ কলঙ্ক মুক্ত হয়েছে। তাই এ দেশকে কলঙ্কমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি ৫ আগস্ট মঙ্গলবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব বলেন। এ মিছিলের আয়োজন করেন উপজেলা বিএনপি। এ সময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায়লে তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
নগরকান্দা সদরের পেট্রোল পাম্পের মোড় থেকে মিছিলটি বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমির মাঠে গিয়ে শেষ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদুল হাসান মিরান, পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রিন্ট