বোরহানুজ্জামান আনিচঃ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা জামাতের আয়োজনে নগরকান্দা সদরের পেট্রোল পাম্পের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
গণমিছিলের নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের জামাতের প্রার্থী মাওলানা সোহরাব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এবিএম ফজলুর রহমান, সহকারী সেক্রেটারি এনায়েত হোসেন, রামনগর ইউনিয়ন জামায়াতের আমির আকতার হোসেন এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওবায়দুল্লাহ সিয়াম প্রমুখ।
বক্তারা ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই অভ্যুত্থান দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে এ ধরনের আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে।
প্রিন্ট