সাজেদুর রহমান:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সর্বপ্রথম স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকায় মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।”
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, “গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রমও বন্ধ রয়েছে।”
তিনি আরও জানান, আগামীকাল বুধবার পুনরায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। তবে বন্দর অভ্যন্তরে থাকা ভারতীয় খালি ট্রাকগুলো দেশে ফিরে যেতে পারবে।
প্রিন্ট