রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুর-বাগাতিপাড়া (নাটোর -১) আসনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতিমধ্যে দলটি উপজেলা দুটির প্রতিটি ইউনিটের কমিটি গঠন করেছে। চূড়ান্ত করেছে স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রার্থী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রীসেনার পাশাপাশি গঠন করা হয়েছে নতুন সহযোগী সংগঠন যুব বিভাগ। এতে দলীয় জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সহযোগী সদস্য, কর্মী ও রোকন সংখ্যা বেড়েছে কয়েকগুণ। প্রতিটি সভা-সমাবেশ, সেমিনার ও সামাজিক কার্যক্রমে থাকছে কেন্দ্র ঘোষিত নির্বাচনী এজেন্ডা। এসব কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচনে জয়ী হতে সব ধরনের হিসাব নিকাশ ও প্রস্তুতি নিয়ে সামনে এগোচ্ছে দলটি বলে জানিয়েছে দলীয় সূত্রগুলো।
লালপুর উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য এবং যুব বিভাগের সেক্রেটারি মাওলানা হামিদুল ইসলাম সময়ের প্রত্যাশাকে জানান, ৫ আগস্টের পর মুক্ত পরিবেশে জোরেশোরে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলটি। কর্মীদের মানোন্নয়ন ও নির্বাচনে সহযোগিতা করতে নতুন সহযোগী সংগঠন যুব বিভাগ গঠন করা হয়েছে। তারা প্রতিদিন বিভিন্ন পথসভা, সমাবেশ ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
সাবেক জেলা শিবির সভাপতি ও লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মাসুদ রানা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির মত জামায়াতের নেতাকর্মীদের ওপরও শুরু হয় অত্যাচার-নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে করা হয় হয়রানি। উপজেলার নেতাকর্মীদের নামে এখনো প্রায় ২৫ টি রাজনৈতিক মামলা রয়েছে। সে সব মিথ্যা মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান আছে। পতিত সরকারের সময় প্রকাশ্যে কাজ করতে পারেননি তারা। এখন দলকে শক্তিশালী করতে মূল সংগঠনের পাশাপাশি কাজ করছে ইসলামী ছাত্রশিবির, ছাত্রীসেনা ও যুব বিভাগ। সকল প্রতিকূলতা দূর করে জামায়াতে ইসলামী এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।
বাগাতিপাড়া উপজেলা আমির মাওলানা আফজাল হোসেন সময়ের প্রত্যাশাকে বলেন, উপজেলার প্রতিটি ইউনিটের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। দুই উপজেলার রোকনদের ভোটে জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য ও লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদকে জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
আসনটির দলীয় প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ সময়ের প্রত্যাশাকে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও দেশপ্রেমিক ইসলামী দল। দেশ পরিচালনায় আগামী নির্বাচনে সরকার গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সমমনা ইসলামী দল ও অন্যান্য দেশপ্রেমিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে, নির্বাচনে একক এবং জোটবদ্ধ উভয় ভাবে অংশগ্রহণ করার প্রস্তুতি রয়েছে। তবে নির্বাচনের সময় পরিবেশ পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে বিএনপি’র ঘাটি হিসেবে পরিচিত উপজেলা দুটিতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র। তবে নির্বাচনী প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মন জয় করতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রচারণা চালাচ্ছেন এবি পার্টির মনোনীত প্রার্থী নাটোর জেলা কমিটির সদস্য সচিব এএসএম মোকাররেবুর রহমান নাসিম। এদিকে গত ১৮ জুন, ২০২৫ উপজেলা কমিটি ঘোষণা করেছে নব গঠিত এনসিপি। তবে উপজেলায় তাদের খুব একটা তৎপরতা নেই। এদিকে ৫ আগস্টের আগে মাঠ কাঁপিয়ে বেড়ানো আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের কোন খোঁজ নেই। আত্মগোপনে থাকায় পতনের পর থেকে উপজেলা দুটিতে বিলীন হওয়ার পথে তাদের রাজনৈতিক কার্যক্রম।
প্রিন্ট