ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নরসিংদীতে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগরের আহ্বায়ক কমিটি গঠিত Logo তিস্তা নদীতে পানি বিপদসীমার উপর, মহিপুর‑রংপুরে উদ্বেগ ছড়াচ্ছে Logo রংপুর পপুলার-১ এ সাংবাদিক খুশবু রনির উপর হামলাঃ চিকিৎসকের সহকারীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ Logo গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ইমামদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মহম্মদপুরে শহীদ হন ছাত্র আহাদ-সুমন Logo কুষ্টিয়ায় পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার Logo শালিখার ইজিবাইক চালক আল আমিন হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড Logo দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ের বাড়িতে ডাকাতি Logo রাজশাহী অঞ্চলে বিএডিসি’র সার ডিলার নিয়োগে অনিয়ম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রংপুর পপুলার-১ এ সাংবাদিক খুশবু রনির উপর হামলাঃ চিকিৎসকের সহকারীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

নাঈম ইসলামঃ

রংপুর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার-১ এ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। ২ আগস্ট (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কালের কণ্ঠ (ডিজিটাল) এর রংপুর প্রতিনিধি খুশবু রনি চিকিৎসাসেবা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে চিকিৎসকের সহকারীর হাতে হেনস্তার শিকার হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে পপুলার-১ এর চিকিৎসক ডা. জিয়া হায়দার বসুনিয়ার চেম্বারে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। রোগীরা সময়মত সিরিয়াল পেলেও চিকিৎসকের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। এসব অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ডা. জিয়া হায়দার বসুনিয়ার এক সহকারী খুশবু রনির উপর তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

 

সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি ক্ষান্ত হননি। উল্টো মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মেট্রো নিউজ পরিবার। মেট্রো নিউজের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “সাংবাদিক খুশবু রনির উপর হামলা ও হেনস্তার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। সাংবাদিকদের উপর এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার প্রতি প্রকাশ্য আঘাত।”

 

এছাড়া রংপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনও ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সাংবাদিক খুশবু রনি বলেন, “আমি দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। জনস্বার্থে প্রশ্ন করাই ছিল আমার অপরাধ। একজন সহকারী কীভাবে এমন আচরণ করার সাহস পায়? বিষয়টি নিয়ে আমি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

 

রোগীদের অভিযোগ, ডা. জিয়া হায়দার বসুনিয়ার চেম্বারে প্রতিদিনই এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

 

এ ব্যাপারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার-১ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

ঘটনাটি রংপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার

error: Content is protected !!

রংপুর পপুলার-১ এ সাংবাদিক খুশবু রনির উপর হামলাঃ চিকিৎসকের সহকারীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :

নাঈম ইসলামঃ

রংপুর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার-১ এ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। ২ আগস্ট (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কালের কণ্ঠ (ডিজিটাল) এর রংপুর প্রতিনিধি খুশবু রনি চিকিৎসাসেবা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে চিকিৎসকের সহকারীর হাতে হেনস্তার শিকার হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে পপুলার-১ এর চিকিৎসক ডা. জিয়া হায়দার বসুনিয়ার চেম্বারে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। রোগীরা সময়মত সিরিয়াল পেলেও চিকিৎসকের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। এসব অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ডা. জিয়া হায়দার বসুনিয়ার এক সহকারী খুশবু রনির উপর তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

 

সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি ক্ষান্ত হননি। উল্টো মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মেট্রো নিউজ পরিবার। মেট্রো নিউজের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “সাংবাদিক খুশবু রনির উপর হামলা ও হেনস্তার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। সাংবাদিকদের উপর এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার প্রতি প্রকাশ্য আঘাত।”

 

এছাড়া রংপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনও ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সাংবাদিক খুশবু রনি বলেন, “আমি দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। জনস্বার্থে প্রশ্ন করাই ছিল আমার অপরাধ। একজন সহকারী কীভাবে এমন আচরণ করার সাহস পায়? বিষয়টি নিয়ে আমি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

 

রোগীদের অভিযোগ, ডা. জিয়া হায়দার বসুনিয়ার চেম্বারে প্রতিদিনই এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

 

এ ব্যাপারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার-১ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

ঘটনাটি রংপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।


প্রিন্ট