রাশিদুল ইসলাম রাশেদঃ
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে বিজয় র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালি শেষে লালপুর বাজার ত্রিমোহনী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন। এ সময় বক্তারা নেতাকর্মীদের দলীয় ঐক্য ও নির্দেশনা মেনে চলতে কঠোর নির্দেশনা দেন। কেউ অপকর্মে জড়ালে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না বলে জানান তারা।
পরে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বিজয় মিছিলের সমাপ্তি ঘোষণা করেন ডা. ইয়াসির আরশাদ রাজন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ছিদ্দিক আলী মিষ্টু ও মো. আশরাফুল আলম লুলু সহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রিন্ট