মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠির তারুণ্যের উদ্ভাবনী চিন্তার ফসল হিসেবে জেলার চারটি উপজেলায় উদ্বোধন করা হয়েছে ব্যতিক্রমধর্মী মুগ্ধ সুপেয় পানির কর্নার।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় এই পানির কর্নার স্থাপন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিত্ব, ‘জুলাই যোদ্ধা’ ও তরুণ উদ্ভাবকেরা।
এই পানির কর্নার থেকে স্থানীয় জনগণ, পথচারী ও শিক্ষার্থীরা নিরবিচারে ও বিনামূল্যে বিশুদ্ধ ও সুপেয় পানি গ্রহণ করতে পারবেন।
জুলাই বিপ্লব স্মরণে স্থানীয় সরকার বিভাগের অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার আওতায় আয়োজিত আমার চোখে জুলাই বিপ্লব শিরোনামে একটি নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি জেলা পরিষদের কাছে জমা পড়ে মোট ৩০টি উদ্ভাবনী প্রস্তাবনা। এসব প্রস্তাবের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চারটি উপজেলায় মুগ্ধ সুপেয় পানির কর্নার স্থাপনের প্রস্তাবটিকে নির্বাচিত করা হয়।
জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান এই উদ্যোগকে সময়োপযোগী এবং মানবিক বলে উল্লেখ করে বলেন, শহীদদের স্মরণ এবং নাগরিকদের কল্যাণে নেওয়া এই উদ্যোগ শুধু শ্রদ্ধা নিবেদন নয়, বরং এটি একটি দায়িত্বশীল সামাজিক বার্তা। সুপেয় পানি কর্নার এখন সাধারণ মানুষের জন্য নিরাপদ জলের সহজ ও নিরবচ্ছিন্ন উৎস হয়ে উঠবে। এতে তরুণদের ভাবনা বাস্তব রূপ পেয়েছে, যা ভবিষ্যতেও উৎসাহ যোগাবে।
প্রিন্ট