ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাংশায় শিক্ষা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সালথায় মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন Logo আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত Logo ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ -তৃপ্তি Logo দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপিঃ -জুয়েল Logo অসুস্থ বিএনপি নেতার শয্যপাশে মতিন Logo দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবোঃ -ব্যারিস্টার মঈন ফিরোজী Logo হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন Logo নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছেঃ -নির্বাচন কমিশনার Logo সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সালথায় মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন

এফ. এম আজিজঃ

 

ফরিদপুরের সালথায় পুর্ব শত্রুতা ও মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বিকালে সালথা উপজেলার লক্ষনদিয়ায় এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা জানান, লক্ষনদিয়া গ্রামের মুন্নু মাতুব্বর ও নাজমুল মাতুব্বর এর নামে মিথ্যা চুরির অপবাদ ও হুমকি দেয় তার প্রতিপক্ষের লোকজন।

 

সালথার পাশ্ববর্তী বিনোকদিয়া বাজারে আজিজুরের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। আশে পাশের লোকজন পাহারাদারগণ যখন পাহারা শেষ করে চলে গিয়েছে তখনই চুরির ঘটনা ঘটে বলে মনে করেন এলাকার বাসিন্দারা।

 

নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, মেরেহদিয়া বারইবীল জমিতে আামাদের একটি পুকুর আছে সেখান থেকে বালু নিতে চেয়েছিল বিনোকদিয়া গ্রামের কুটি মিয়ার ছেলে মসিউর,ও আকু মাতুব্বরের ছেলে মোসারফ।

জমির পাশেই বসতবাড়ী থাকায় আমি তাদের ঐ জমি থেকে বালু দিতে অস্বীকার করি, সেখান থেকে ঐ বালু খেকো মশিউর আমাদের কে বিভিন্ন ভাবে হয়রানী করতিছে।
মানববন্ধনে অংশগ্রহনকারী রাজু মাতুব্বর অভিযোগ করেন, এর আগে মশিউর প্রশাসনের নাম দিয়ে আমাদের নিকট থেকে ২লক্ষটাকা চাঁদা নিয়েছে এবং মাঝে মধ্যে বাজারে বসে মিথ্যে বানোয়াট আজগবী কথা বার্তা বলে।

 

এক প্রশ্নের জবাবে ভোক্তভোগী দোকানদার আজিজুর বলেন আমার জানামতে মুন্নু মাতুব্বর,নাজমুল মাতুব্বর ও রাজু মাতুব্বর কোন মাদক ব্যবসায়ীনন এবং সেবনকারীও নন তাদের নামে মিথ্যে বানোয়াট চুরির ও মাদক ব্যবসার অভিযোগ আনা হয়েছে।

আমি আমার দোকান গতরাতে তালাদিয়ে বাড়ী যাই সকালে এসে আমার মুদি দোকানের তালা কাটা দেখতে পাই,ভিতরে গিয়ে আমার দোকানের মালামাল এলোমেলো তখন আমি বুজতে পারে আমার দোকানে চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আরো জানতে চাইলে তিনি আমি কাউকে চুরি করতে দেখি নাই তবে ভিডিও ফুটেজে যাকে দেখা গেছে তাদের মধ্যে মুন্নু মাতুব্বর, নাজমুল ও রাজুকে দেখা যায়নি।

 

এ ব্যাপারে নাজমুল মাতুব্বর বলেন আমাদের নামে যে মিথ্যে বানোয়াট অভিযোগ করা হয়েছে এর তীব্র প্রতিবাদ ও বিচারের দাবী জানাই।

অভিযুক্ত মশিউর রহমানের মোবাইলে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় শিক্ষা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

সালথায় মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
এফ.এম আজিজ, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

এফ. এম আজিজঃ

 

ফরিদপুরের সালথায় পুর্ব শত্রুতা ও মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বিকালে সালথা উপজেলার লক্ষনদিয়ায় এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা জানান, লক্ষনদিয়া গ্রামের মুন্নু মাতুব্বর ও নাজমুল মাতুব্বর এর নামে মিথ্যা চুরির অপবাদ ও হুমকি দেয় তার প্রতিপক্ষের লোকজন।

 

সালথার পাশ্ববর্তী বিনোকদিয়া বাজারে আজিজুরের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। আশে পাশের লোকজন পাহারাদারগণ যখন পাহারা শেষ করে চলে গিয়েছে তখনই চুরির ঘটনা ঘটে বলে মনে করেন এলাকার বাসিন্দারা।

 

নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, মেরেহদিয়া বারইবীল জমিতে আামাদের একটি পুকুর আছে সেখান থেকে বালু নিতে চেয়েছিল বিনোকদিয়া গ্রামের কুটি মিয়ার ছেলে মসিউর,ও আকু মাতুব্বরের ছেলে মোসারফ।

জমির পাশেই বসতবাড়ী থাকায় আমি তাদের ঐ জমি থেকে বালু দিতে অস্বীকার করি, সেখান থেকে ঐ বালু খেকো মশিউর আমাদের কে বিভিন্ন ভাবে হয়রানী করতিছে।
মানববন্ধনে অংশগ্রহনকারী রাজু মাতুব্বর অভিযোগ করেন, এর আগে মশিউর প্রশাসনের নাম দিয়ে আমাদের নিকট থেকে ২লক্ষটাকা চাঁদা নিয়েছে এবং মাঝে মধ্যে বাজারে বসে মিথ্যে বানোয়াট আজগবী কথা বার্তা বলে।

 

এক প্রশ্নের জবাবে ভোক্তভোগী দোকানদার আজিজুর বলেন আমার জানামতে মুন্নু মাতুব্বর,নাজমুল মাতুব্বর ও রাজু মাতুব্বর কোন মাদক ব্যবসায়ীনন এবং সেবনকারীও নন তাদের নামে মিথ্যে বানোয়াট চুরির ও মাদক ব্যবসার অভিযোগ আনা হয়েছে।

আমি আমার দোকান গতরাতে তালাদিয়ে বাড়ী যাই সকালে এসে আমার মুদি দোকানের তালা কাটা দেখতে পাই,ভিতরে গিয়ে আমার দোকানের মালামাল এলোমেলো তখন আমি বুজতে পারে আমার দোকানে চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আরো জানতে চাইলে তিনি আমি কাউকে চুরি করতে দেখি নাই তবে ভিডিও ফুটেজে যাকে দেখা গেছে তাদের মধ্যে মুন্নু মাতুব্বর, নাজমুল ও রাজুকে দেখা যায়নি।

 

এ ব্যাপারে নাজমুল মাতুব্বর বলেন আমাদের নামে যে মিথ্যে বানোয়াট অভিযোগ করা হয়েছে এর তীব্র প্রতিবাদ ও বিচারের দাবী জানাই।

অভিযুক্ত মশিউর রহমানের মোবাইলে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।


প্রিন্ট